- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
সবুজে ঘেরা এক শান্ত বাগানে ফুটেছিল এক অদ্ভুত সুন্দর ফুল। তার পাপড়ি যেন সকালের সূর্যের আলো ছুঁয়ে সোনালি হয়ে উঠত, আর বাতাসের ছোঁয়ায় গায়ে নাচত রঙিন রঙধনুর ছটা।
বাগানের অন্য ফুলেরা ভাবত, এই ফুল নিশ্চয়ই খুব অহংকারী হবে—এত সৌন্দর্য যার! কিন্তু আসলে সে ছিল ভীষণ বিনয়ী। প্রতিদিন ভোরে সে বাতাসকে বলত, “আমার সুবাস নিয়ে চলে যাও, যাতে দূরের মানুষও একটু আনন্দ পায়।”
একদিন এক পথশ্রান্ত মৌমাছি এসে তার পাপড়ির ওপর বসে পড়ল। ফুলটি মিষ্টি হাসি দিয়ে বলল, “তুমি যত মধু চাও, নিয়ে যাও—আমার সৌন্দর্য শুধু দেখার জন্য নয়, সবার জন্য কিছু দেওয়ারও।”
এরপর থেকে ফুলটির নাম হয়ে গেল “দয়ালু ফুল”। তার সৌন্দর্য আর দয়া মিলেমিশে হয়ে উঠল পুরো বাগানের গর্ব।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment